ইশ্বর ও মানবতা মোঃ শাকিল সরকার হে ইশ্বর, কৃপাময় ইশ্বর? স্বর্গ আজ দোদুল্যমান, অসুরদলের পাশবিক নৃত্যে, আকাশ হতে ঝরছে অগ্নি-বৃষ্টি; ভীতসন্ত্রস্ত দেব শিশু আর নারী-পুরুষ উঁকি দেয় ধ্বংসস্তূপে। হে ইশ্বর, হিটলারের ইশ্বর! রক্ত চোষক, নর খাদক দ্রাক্ষারসে পুষ্ট; পতিতার মতো নবজাতকের সামনে কামে লিপ্ত; পুঁজিবাদের উত্থিত দণ্ডে তৈলমর্দনকারী। হে ইশ্বর, মানুষের ইশ্বর, মানবতার ইশ্বর। মাতৃগর্ভ হতে পুনর্জন্ম নাও এই উহুদ প্রান্তরে। ১০৮ টি নীল পদ্ম আর রাম-চক্ষু দিব। দিব প্রভাতের লাল সূর্য, পূর্ণিমার সাদা চাঁদ নজরুলের অগ্নিবীণা, বিষের বাঁশি; আর চে গুয়েভারার একটি সুদীর্ঘ বিপ্লবী রাত। ৪ নভেম্বর, ২০২৪। শেখ রাসেল হল, মাভাবিপ্রবি।