আস্ সালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে অনলাইনে ফটো রিসাইজ করা যায়। আপনার হয়ত ফটো রিসাইজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে সাহস দিচ্ছি যে এই টিউটরিয়াল পড়ার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। কারণ এখানে আমি ধাপে ধাপে বিষয়টি বুঝানোর চেষ্টা করবো।
যাহোক চলুন শুরু করা যাক
১. প্রথমে আপনার মোবাইলে ডাটা কানেকশন অন করে আপনার প্রিয় ব্রাউজারটি ওপেন করুন, আমি গুগল ক্রোম ওপেন করছি।
২. গুগল ক্রোম বা আপনারা প্রিয় ব্রাউজারটির সার্চ বারে টাইপ করুন Photo resize online লিখে সার্চ অপশন বা ইন্টার ক্লিক করুন।
৩. সার্চ করার পর অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন, আপনারা কাজ হচ্ছে photoresizer.com খুঁজে বের করা এবং ক্লিক করে ভেতরে প্রবেশ করা।
৪. photoresizer.com এর ভিতের টুকলে ব্রাউজ বা সিলেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন, আপনাকে ব্রাউজ অপশনটিতে ক্লিক করতে হবে।
৫. আপনি যে ছবিটি রিসাইজ করতে চান সেটি সিলেক্ট করে done বাটনে ক্লিক করলে আপনার ছবি photoresizer.com ওয়েবসাইটটে আপলোড হয়ে যাবে।
৬. এবার আপনাকে ফাইল অপশনের পাশের resize অপশনে ক্লিক করতে হবে।
৭. resize অপশনের নিচে Stretchy ও fixed নামের দুইটি অপশন দেখতে পাবেন, ফটো রিসাইজ করার জন্য stretchy নামক অপশনটি ব্যবহার করুন।এপর লক বা তাল চিহ্নটি আনলক করুন এবং আপনার প্রয়োজনীয় height ও weight ইনপুট দিন এবং প্রয়োজনীয় পারসেন্ট দিয়ে apply বাটনে ক্লিক করুন আর ফলাফলের জন্য অপেক্ষা করুন।
৮.দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত রিসাইজড ছবিটি পেয়ে গেছেন।
৯. এবার ছবিটি ডাউনলোড করার পালা। ছবিটি ডাউনলোড করার জন্য উপরের file অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ফরম্যাট( যেমন. Jpg. Png ইত্যাদি ) বাছাই করুন।
১০. কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে ডাউনলোড করার অনুমতি চাইবে আর আপনি ডাউলোড করে নিবেন, বেস কাজ শেষ!
টিউটরিয়ালটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ধরে ধের্য ধরে পড়ার জন্য।
Comments
Post a Comment