কৃষিশিক্ষা অ্যাসাইনমেন্ট ৮ম শ্রেণি ৩য় সপ্তাহ। Agriculture Studies class 8

 সংক্ষিপ্ত প্রশ্নঃ

১.

ক) জিএম ফসলঃফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার প্রায়ই স্থায়ী এবং তুলনামূলক কম ব্যয়বহুল পদ্ধতি হলো ফসলের বংশগতিতে পরিবর্তন আনা। ফসলের জিনগত বিন্যাস বদলানো, ফসলের দিবাদৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও আরও বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধরনের ফসল কে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে।


খ) বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনাঃ

বাংলাদেশ ও ভিয়েতনাম কৃষিতে সবচাইতে বড় মিল ধান উৎপাদন। তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চাইতে দ্রুত। ২৫ বৎসর  আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর দুর্বল ছিল। এখন ভিয়েতনাম কৃষিজ ও উৎপাদনের প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। এই গতি পাওয়ার প্রধানত কারণ হলো ভিয়েতনামের কৃষকসমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল। ভিয়েতনামে এমন কৃষক  খুঁজে পাওয়া যাবে না যিনি কোনো না কোনো সমবায়  সংগঠনের সদস্য নন। কৃষি সমবায় সংগঠন গুলো এত শক্তিশালী যে এরা  স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অত্যন্ত ৫০% যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকেও আর্থিক সহায়তা যেমন দেয় তেমন এই সকল সংস্থার নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে। বাংলাদেশে ইতোমধ্যে ভিয়েতনাম থেকে বেশকিছু মাঠ প্রযুক্তি আত্তীকৃত হয়েছে। 


২.

ক) গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি নিম্নে উল্লেখ করা হলোঃ

প্রাথমিক পূর্ব শর্ত হল ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত এবং পরীক্ষিত তথ্যাদি। 

দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টির সরবরাহের নিখুঁত  যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। 

তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন শক্তির ( বিদ্যুৎ)নিশ্চিত  প্রবাহ। 


খ)দানাদার ইউরিয়ার পরিবর্তিতে গুটি ইউরিয়া ব্যবহার  সুবিধাজনক -ব্যাখ্যা করা হলো।

প্রচলিত দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা থেকেই গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই এখানে প্রথমে প্রচলিত দানাদার ইউরিয়ার অসুবিধা আলোচনা করা হলো। পরে গুটি ইউরিয়া সারের  সুবিধা তুলে ধরা হবে। 

দানাদার ইউরিয়া সারের ব্যবহারের অসুবিধাঃ

১.দানাদার ইউরিয়া সার কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। 

২.এই সার পানিতে মিশিয়ে দ্রুত গলে এবং চুঁইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়।

৩. বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়।

৪. এই সার ব্যবহারে বেশি অপচয় এবং বেশি খরচ হয়। 


গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধাঃ

১.গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। 

২.গুটি ইউরিয়ার ব্যবহারে ২০ থেকে ৩০ ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়।

৩. গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেনের সরবরাহ করে।

৪. গুটি ইউরিয়া  ব্যবহারের ফলে ফলন ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায়। 



Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড( ASCII Code) আইসিটি এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণি

Cu2+ আয়ন শনাক্তকরণ

কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট-১ ৭ম শ্রেণি agriculture studies assignment-1 class 7