Muhammad Shakil Sarker| Md. Shakil Sarker| Sajek Valley|মো: শাকিল সরকার

আমার পরিবারের সদস্যদের যেসব কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলোঃ
ভূমিকাঃ পৃথিবী নামক গ্রহে আমাদের বাস। পৃথিবীতে জীবন ধারনের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ যেমন- অক্সিজেন, খাদ্য,জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। লক্ষ করলে দেখবেন, আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে পাল্টে যাচ্ছে। এর পেছনে কারণ কি? পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেইসাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা; বাড়ছে ভোগ-বিলাসের পরিমাণ। চাহিদাও ভোগবিলাস মেটাতে আমাদের কে টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে হবে।
টেকসই উন্নয়ন কিঃ টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া, যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন,ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো। পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুন্ন রাখতেও সাহায্য করে। মানুষ ও প্রাণিসম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয়। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি।
টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহঃ টেকসই উন্নয়ন প্রক্রিয়া সম্পাদন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। নিচে কয়েকটি তুলে ধরা হলোঃ
১.দারিদ্রতা
২. ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জনে বাধা।
৩.জেন্ডার সমতা
৪.গুণগত শিক্ষার অভাব
৫.নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব
৬.সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানির অভাব
৭.শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত সমস্যা
৮.জলবায়ুর বিরূপ প্রভাব
৯.শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠানের
অসচ্ছলতা
১০.শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনজনিত সমস্যা ইত্যাদি
আমার পরিবারের সদস্যদের যেসব কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করা হলোঃ
১.পরিবারের সদস্যদের গুণগত শিক্ষার অভাব
২.পরিবারের সদস্যদের মধ্যে জেন্ডার অসমতা বিদ্যমান
৩.পরিবারের সদস্যদের মধ্যে দারিদ্রতা বিদ্যমান
৪.পরিবারের সদস্যদের অলস ও কর্মবিমুখ জীবনযাপন
৫.পরিবারের সদস্যদের নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্বন্ধে জ্ঞানের অভাব ইত্যাদি।
পরিবারের সদস্যদের আচরণঃ টেকসই উন্নয়নে একটি পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন শিশু পরিবার থেকে গুণগত শিক্ষা লাভ করে। একটি পরিবার তার সদস্যদের দারিদ্র বিমোচন ও ক্ষুধার অবসানে সাহায্য করে। পরিবারের সদস্যদের সঠিক আচরণের মাধ্যমে জেন্ডার অসমতা সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়াও শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিবারের সদস্যদের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ব্যক্তিগত মতামতঃ টেকসই উন্নয়নের মতো একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রক্রিয়ার সাহায্যে পরিবার, সমাজ, দেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। টেকসই উন্নয়নের মাধ্যমে ক্ষুধার অবসান হয়, দারিদ্র্যের অবসান হয়, গুণগত শিক্ষার প্রসার ঘটে, অর্থনৈতিক উন্নয়ন ঘটে ইত্যাদি। তাই আমার মতে, কোনো দেশ বা জাতির উন্নতির জন্য টেকসই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
উপসংহারঃ টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নেরও আওতাভুক্ত।যেমন, মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো। নারী-পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা । সুতরাং আমরা সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব।
৩ নং প্যারার ৪ নং এ পরিবার হবে নাকি পরিবারের হবে? আর অলস হবে নাকি অলসও হবে? Please answer me.
ReplyDelete'পরিবারের'
Delete"অলস ও কর্মবিমুখ"
Thanks a lot 💜❤️🖤
ReplyDeleteI love your answer.🥰🥰
ReplyDeleteSame😜
Delete💛thanks a lot ❤️thanks a lot 🧡thanks a lot.💙thanks a lot 💜thanks a lot 💚
ReplyDeleteWelcome
Deletenice
ReplyDeletethanks a lot
ReplyDeletethank you so much
ReplyDeletethank you so much
ReplyDelete🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
Deleteএইটা কি বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নং প্রঃউওর,,,,?
ReplyDelete