AI journey with Muhammad Shakil Sarker

পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্ট নবম শ্রেণি
First Assignment of Physics - Class Nine ( 9)
covid-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা।
শ্রেণিঃ নবম
বিষয়ঃ পদার্থবিজ্ঞান
এসাইনমেন্টের ক্রমঃনির্ধারিত কাজ ১
অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামঃ অধ্যায় ২ ও ৩ গতি ও বল
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
১। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ৬০০ কেজি ভরের একটি গাড়ি ০.২ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর ৪০০ কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে ৭.২ মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে।
ক.নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর।
খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা কর।
গ. প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণ এর মাধ্যমে মতামত দাও।
মূল্যায়ন নির্দেশকঃ
ক. নিউটনের তৃতীয় সূত্র টি সঠিক ভাবে লিখতে পারা
খ.গতির জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা।
গ. সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা।
ঘ.উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয় পূর্বক মতামত প্রদান করতে পারা।
https://youtu.be/vILxfTPrhOo
এর উওর গুলো চাই
ReplyDelete