Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান (৫ টি নিয়মের বিস্তারিত) নিয়ম ০১ বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular (is/was/has/ base form+s/es) হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে। এক্ষেত্রে Subject/noun phrase এর head word টি হচ্ছে verb+ing Peeling onions makes me cry. (পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়) Planting trees helps prevent soil erosion. (গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে) Amassing wealth often ruins health. (সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/ স্বাস্থ্য ধ্বংস করে) এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb আর finite verb টি plural (are/were/have/ base form) হলে প্রারম্ভিক verb+ing টি present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়। এক্ষেত্রে subject/noun phrase এর head word টি হচ্ছে plural noun Falling objects obey the law of gravity. (পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে) Flowering trees provide shade as well as v...