আমি এসেছি কোথা থেকে আর যাব কোথায় এখনও অজানা।
জীবনটা অনুভূতির সমষ্টি মাত্র।
জাগতিক সব জিনিস সদা পরিবর্তনশীল।
বৈচিত্র্যময়তাই জগতের সৌন্দর্যের জন্য দায়ী।
জীবনের মায়া ত্যাগ করতে পারলেই জগতের মায়া কেটে যায়।
জগতের মোহ-মায়াই মানুষকে অমরত্বের লোভ দেখায়।
স্রষ্টার সৃষ্টির মধ্যে অহরহ প্রানের দেখা মিলে।কিন্তু মনুষ্য সৃষ্টি আজও প্রাণহীন।
-------মোঃ শাকিল সরকার
Comments
Post a Comment