Food Processing and Food Products Developments Assignment

Image
  Food Processing and Food Products Developments Food Processing  Food Processing is the set of Methods and techniques used to transform raw ingredients into food or to transform food into other forms for consumption by humans or animals either in the home or by the food processing industry. Food processing typically takes clean, harvested crops or slaughtered and butchered animal products and uses these to produce attractive, marketable and often long-life food products. Similar process are used to produce animal feed. Processed foods are foods that have been changed mechanically or chemically on a domestic or commercial level. The food processing sector is highly fragmented industry, it widely comprises of the following sub-segments: fruits and vegetables, milk and milk products, beer and alcoholic beverages, meat and poultry, marine products, grain processing, packaged or convenience food and packaged drinks. A huge number of entrepreneurs in this industry are small in terms of thei

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য

 ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য


1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-
Floccinaucinihilipilification
-
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং
12+5+20+20+5+18=80
-
3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে।
-
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি
বাক্য।
-
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
-
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
-
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে
Q এ পরে u আছে।
-
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে
৫টি vowel একসঙ্গে আছে।
-
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে
সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable

-
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ
যার মধ্যে vowel নাই।
-
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে।
-
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
-
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল
By।
-
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায় হল
গাধা-গাধা-আমি-জাতি।
-
16. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে রাখার
সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-
পিপড়া।
-
17. University লেখার সময় v এর পরে e
ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর
পরে a ব্যবহৃত হয়।
-
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
-
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের
পূনারাবৃত্তি নাই।
-
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
-
21. “Executive ও Future“এমন দুটি শব্দ
যাদের এক অক্ষর পর পর vowel আছে.
-
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
-
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী
অক্ষর ও সংখ্যা আছে।
-
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
-
25. It is raining. Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি
পড়ছে ।
-
26. Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে
শুধু বাম হাত ব্যবহৃত হয়।
-
27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার
শেষে mt আছে ।
-
28. ইংরেজিতে ৩টি শব্দ আছে
যাদের শেষে ceed আছে । সেগুলো
হলঃ proceed , exceed , succeed
-
29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ
যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
-
30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে
যাদের শেষে dous আছে। এগুলো হলঃ
tremendous , horrendous , stupendous , hazardous
-
31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
-
32. screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
-
33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
-
34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ
রয়েছে।
-
35. therein এমন একটি শব্দ যা থেকে
কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন
শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the,
there, he, in, rein, her, here, ere, therein, herein
-
36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের
সারি ব্যবহৃত হয়।
-
37. indivisibility এমন একটি শব্দ যাতে
একটি মাত্র vowel i ৬ বার আছে ।
-
38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo,kk,ee পাশাপাশি আছে।
-
39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
-
40. queue একমাত্র ইংরেজি শব্দ যার
শেষের ৪ অক্ষর বাদ দিলেও উচ্চারণ একই থাকে।

Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড( ASCII Code) আইসিটি এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণি

Cu2+ আয়ন শনাক্তকরণ

ত্রিভুজ ABC এর কোণ A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল কোনো রেখাংশ AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BD:DC=BE:CF.