বিশ্বের কিছু বিখ্যাত প্রণালী এবং তা যেসব স্থানকে পৃথক করেছে
বিশ্বের কিছু বিখ্যাত প্রণালী এবং তা যেসব স্থানকে পৃথক করেছে প্রণালী------------------পৃথকের স্থান ▪️পক প্রণালী-----------ভারত ও শ্রীলঙ্কা ▪️মালাক্কা প্রণালী--সুমাত্রা ও মালয়েশিয়া ▪️জিব্রাল্টার প্রণালী-আফ্রিকা ও ইউরোপ ▪️বেরিং প্রণালী-এশিয়া ওউঃ আমেরিকা ▪️ফ্লোরিডা প্রণালী----ফ্লোরিডা ও কিউবা ▪️সুন্দা প্রণালী-----------সুমাত্রা ও জাভা ▪️মেসিনা প্রণালী-------সিসিলি ও ইতালি ▪️ডোভার প্রণালী---------ফ্রান্স ও ব্রিটেন ▪️ফসফরাস প্রণালী--এশিয়া ও ইউরোপ ▪️জর্জিয়া প্রণালী--ভ্যানকুভার দ্বীপ ও ব্রিটিশ কলম্বিয়া ▪️বাব এল মানদেব---এশিয়া ও আফ্রিক ▪️ইংলিশ চ্যানেল---------ব্রিটেন ও ফ্রান্স ▪️ফরমোজা প্রণালী----তাইওয়ান ও চীন ▪️হরমুজ প্রণালী----------আরব ও ইরান ▪️কুক প্রণালী-------উত্তর ও দক্ষিণ দ্বীপ(নিউজিল্যান্ড) ▪️কারিমাতা প্রণালী----সুমাত্রা ও বোর্নিও ▪️মাকাসর প্রণালী---বোর্নিও ও সিলিবিস ▪️বালি প্রণালী---------বালি ও জাভা ▪️কোরিয়া প্রণালী----কোরিয়া ও জাপান ▪️ডেভিস প্রণালী---গ্রিনল্যান্ড ও কানাডা ▪️কারা প্রণালী--রাশিয়ার ওব ও নোভায়া জোমলিয়া ▪️বালাবাক প্রণালী-ফিলিপাইন ও বোর্নিও দ্বীপ ▪️বাঙ্কা প্রণালী--ব...