ইংরেজি শব্দের উচ্চারণ

 কিছু ইংরেজি শব্দের স্বাভাবিক উচ্চারণ যেগুলো আমরা প্রায়ই ভুল করি।

1. tiny (ঠাইনি, টিনি নয়)- অতি ক্ষুদ্র, পুচকে
2. politician (পলি'টিশন, পলিটিশিয়ান নয়)- রাজনীতিক, রাজনীতিজীবি/-বাজ
3. nadir (নেইডিআ(র) UK, নেইডার, US, নাদির নয়)- নিম্নতম বিন্দু
4. apex (এইপেক্স, অ্যাপেক্স নয়) - শীর্ষবিন্দু
5. radii (রেইডিআই) radius (ব্যাসার্ধ) এর plural
অনুরূপ, syllabi (সিলেবাই), syllabus (পাঠ্যসূচি) এর plural
6. data (ডেইঠা) - উপাত্ত।
7. annihilate (অ্যানাইআলেইট, অ্যানিহিলেট নয়)- সম্পূর্ণরূপে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা।
8. behave (বিহেইভ, বিহ্যাভ নয়) - আচরণ করা।
9. epitome (এপিটমি, এপিটম নয়) - সারসংক্ষেপ
10. succinct (সাকসিঙকট্, সাসিংকট্ নয়)- সংক্ষিপ্ত
11. nature [নেইচা(র)/নেইচার)
12. natural (ন্যাচরাল্)

Blew (ব্লু, ব্লিউ নয়)
Brew (ব্রু, ব্রিউ নয়)
Drew (ড্রু, ড্রিউ নয়)
Flew (ফ্লু, ফ্লিউ নয়)
Grew (গ্রু, গ্রিউ নয়)
Shrew (শ্রু, শ্রিউ নয়)
Shrewd (শ্রুড, শ্রিউড নয়)
Threw (থ্রু, থ্রিউ নয়)

adverb এর শেষে -ically থাকলে উচ্চারণ হবে "ইকলি", 'ইক্যালি' নয়।
Basically (বেইসিকলি, ব্যাসিক্যালি নয়)
Automatically (ওটোম্যাটিকলি, অটোম্যাটিক্যালি নয়)
Diplomatically (ডিপ্লোম্যাটিকলি, ডিপ্লোমেটিক্যালি নয়)
Politically (পলিটিকলি, পলিটিক্যালি নয়)
Practically (প্রাক্টিকলি, প্রাক্টিক্যালি নয়)
Scientifically (সায়েন্টিফিকলি, সায়েন্টিফিক্যালি নয়)
Specifically (স্পেসিফিকলি, স্পেসিফিক্যালি নয়)
Economically (ইকোনোমিকলি, ইকোনোমিক্যালি নয়)
illogically (ইলজিকলি, ইলজিক্যালি নয়)

আরও জানতে পড়ুন MASTER MINI-BOOK
জনস্বার্থে : মাস্টার জাহাঙ্গীর আলম

Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড( ASCII Code) আইসিটি এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণি

Cu2+ আয়ন শনাক্তকরণ

কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট-১ ৭ম শ্রেণি agriculture studies assignment-1 class 7