প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯০৭ [৩৪তম, ৩০তম]প্রশ্ন : প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?উত্তর : শাহ মুহম্মদ সগীর [২৯তম, ১২তম]প্রশ্ন : বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?উত্তর : মিথিলা [৩৮তম, ২৮তম]প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?উত্তর : বাংলা সাহিত্যের কথা [৩৭তম, ২৬তম ]প্রশ্ন : ‘পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : সঞ্জয় ভট্টাচার্য [৩৮তম, ৩০তম]প্রশ্ন: অনামিকা নামের রহস্য ( read pdf from net) উপন্যাসের লেখক কে?উত্তর: শাবলু শাহাবউদ্দিনপ্রশ্ন : ‘তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : অক্ষয়কুমার দত্ত [৩৪তম, ২৬তম]প্রশ্ন : সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : মােহাম্মদ নাসিরউদ্দীন [২২তম, ১৬তম]প্রশ্ন : ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : সিকান্দার আবু জাফর [১৬তম, ১৫তম]প্রশ্ন : নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর : হুমায়ুন কবির [৩৮তম, ২০তম]প্রশ্ন : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?উত্তর : মৃত্যুক্ষুধা [২৬তম, ২৪তম]প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?উত্তর : বসন্ত [১৫তম, ১০ম]প্রশ্ন : ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?উত্তর : সাত সাগরের মাঝি[২৯তম, ২৮তম]প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?উত্তর : আনন্দময়ীর আগমনে। [২৬তম, ২২তম]।প্রশ্ন : শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?উত্তর : ফেরদৌসী। [২৬তম, ১৮তম]প্রশ্ন : একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?উত্তর : হাসান হাফিজুর রহমান। [২০তম, ১৬তম]প্রশ্ন : ‘রােহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?উত্তর : কৃষ্ণকান্তের উইল। [১৬তম, ১২তম] ।প্রশ্ন : সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালাে হয়ে চলি’ চরণ দু’টির রচয়িতা কে?উত্তর : মদনমােহন তর্কালঙ্কার। [৪০তম, ৩০তম]প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি পােহাইল পঙক্তির রচয়িতা-উত্তর : মদনমােহন তর্কালঙ্কার। [২৭তম, ২৬তম ]।প্রশ্ন : ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?উত্তর : প্রমথ চৌধুরী। [৩৮তম, ৩২তম, ১৭তম, ১৪তম]প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের। [৩৪তম, ২৪তম]প্রশ্ন : বাংলা গীতিকবিতায় ভােরের পাখি কে?উত্তর : বিহারীলাল চক্রবর্তী। [১৪তম, ১১তম] ।প্রশ্ন : ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। [৩৪তম, ১৬তম]প্রশ্ন : ‘বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?উত্তর : অগ্নিবীণা। [৩১তম, ১৯তম] ।প্রশ্ন : আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা?উত্তর : আবুল মনসুর আহমদ। [৪৩তম, ১১তম]প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?উত্তর : মুনীর চৌধুরী। [১৮তম, ১০ম]প্রশ্ন : সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন। (১৬তম, ১০ম] ।প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?উত্তর : মুমূর্ষ। [২১তম, ১০ম]প্রশ্ন : Null and void’-এর বাংলা পরিভাষা কোনটি?উত্তর : বাতিল। [৩৮তম, ৩৬তম]প্রশ্ন : বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?উত্তর : ৭টি। [৩৮তম, ৩৫তম]প্রশ্ন : হ্ম যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?উত্তর : হ+ম। [৩৮তম, ২৩তম] ।প্রশ্ন : বাবা কোন ভাষা থেকে আগত শব্দ?উত্তর : তুর্কি [৪২তম, ৩৮তম] ।প্রশ্ন : কোনটি মৌলিক শব্দ?উত্তর : গােলাপ। [৩৭তম, ১৪তম] ।প্রশ্ন : সমাস ভাষাকে কী করে?উত্তর : সংক্ষেপ করে। [২৯তম, ১১তম]প্রশ্ন : ‘লাঠালাঠি’-এটি কোন সমাস?উত্তর : ব্যতিহার
Comments
Post a Comment