Muhammad Shakil Sarker| Md. Shakil Sarker| Sajek Valley|মো: শাকিল সরকার

প্রশ্ন ১ঃ
ক.তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে।
খ. কোনো স্থানের বায়ুর চাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ু চাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়; এটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে বায়ুর ঘনত্ব কমে যায়। এবং বায়ুচাপ কমে যায়। তাই কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়।
গ. উদ্দীপক হতে পাই, দণ্ডের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস।
আমরা জানি, C÷5=(F-32)÷9
এখানে C=50
সুতরাং 50÷5=(F-32)÷9
বা, 5×(F-32)=9×50
বা, F-32=450÷5
বা, F = 90+32 =122
সুতরাং, দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে ১২২ ডিগ্রি ফারেনহাইট।
ঘ. উদ্দীপকের আলোকে বস্তুতে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। বিশ্লেষণ করা হলোঃ তাপ পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়। উদ্দীপকে লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দন্ডটির অপরপ্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দণ্ডটিতে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে।
আমরা জানি, কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না। তারা কেবল নিজেদের স্থান থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থে গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়।
কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থগুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্নার জন্য ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়। অধাতু যেমন কাঠ, সুতি কাপড়, মাটি এসব তাপ পরিবহন করে খুবই কম। তাই গরম হাড়ি ধরার জন্য আমরা কাপড়ের টুকরো ব্যবহার করি। একই কারণে রান্নার জন্য কাঠের নাড়ানি ব্যবহার সুবিধাজনক।
সুতরাং বলা যায়, উদ্দীপকের লৌহ দণ্ডটিতে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. গরম হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায়। কারণঃ কঠিন পদার্থের প্রসারণ এর পর হঠাৎ সংকোচনের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তাপ প্রয়োগে কঠিন পদার্থ প্রসারিত হয়। কিন্তু এ প্রসারণ খুব বেশি নয় বলে আমরা সহজে বুঝতে পারে না। কঠিন পদার্থের মধ্যে তাপ প্রয়োগে ধাতব পদার্থ বেশি পরিমাণে প্রসারিত হয়। হ্যারিকেনের চিমনি গরম হলে প্রসারিত হয়ে আয়তন বৃদ্ধি পায়। এখন এই উত্তপ্ত চিমনিতে পানি ঢাললে চিমনি শিতল হয় এবং আয়তন দ্রুত হ্রাস পায় এবং সংকুচিত হয়ে ফেটে যায়।
Comments
Post a Comment