AI journey with Muhammad Shakil Sarker

ক. সাংস্কৃতিক আত্তীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে।
খ.সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের 'সামাজিক পরিবর্তন'।
সামাজিক পরিবর্তনের ২ টি উদাহরণ দেয়া হলোঃ
১. লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার।
২. গরুর গাড়ির পরিবর্তে মোটর গাড়ি ব্যবহার।
গ. উদ্দীপকে কোভিড-১৯ এর কারণে স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ শনাক্ত হয় । পাড়া-প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন।
রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হলোঃ
১.সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে সবাইকে সচেতন করা
২.বাড়ির বাইরে গেলে অবশ্যই মাক্স পড়তে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন করা।
৩.বাইরে থেকে বাড়িতে আসলে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে সচেতন করা।
৪.দরিদ্র অসহায় মানুষের মাঝে মাক্স বিতরণ করা।
৫.দরিদ্র অসহায় মানুষকে আর্থিক ভাবে সাহায্য করা
৬.সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের জন্য জনপ্রতিনিধিদেরকে সাহায্য করা
৭.কোভিড-১৯ সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য ব্যানার, লিফলেট ইত্যাদি বিতরণ করা।
৮. মহামারীর সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা ইত্যাদি।
ঘ.উদ্দীপকে কোভিড-১৯ এর কারণে স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ শনাক্ত হয় । পাড়া-প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে যে ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করা হলোঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায়। যেমন, ইন্টারনেট, ফোন প্রভৃতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুব সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। কিছুদিন আগেও যা ভাবাই যেত না। কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা নিচের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছি।
সংবাদপত্রঃ কোভিড-১৯ পরিস্থিতিতে সংবাদপত্রের মাধ্যমে আমরা ঘরে বসেই দেশ বিদেশের খবর জানতে পারছি।
বেতার বা রেডিওঃ কোভিড-১৯ সম্পর্কে সচেতন করার জন্য রেডিও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।
টেলিভিশনঃ কোভিড-১৯ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি।এছাড়াও টেলিভিশনে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
ইলেকট্রনিক মেইলঃ কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা ঘরে বসেই বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করতে পারছি ই-মেইলে।
ফেসবুক ও টুইটারঃ কোভিড-১৯ পরিস্থিতিতে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের নিরানন্দময় জীবনকে করে তুলেছে স্বাভাবিক ও আনন্দময়। শুধু বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগই নয়, ঘরে বসে ব্যাবসা বাণিজ্যও পরিচালনা করা যাচ্ছে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যা কোভিড-১৯ পরিস্থিতিতে অত্যন্ত উপকারী।
ইলেকট্রনিক কমার্সঃ এ পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়।
এভাবে ব্যক্তির সামাজিকীকরণ ও তার মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Nice
ReplyDelete😍😍😍
DeleteNice
ReplyDeleteThank you very much..
ReplyDeleteWelcome
Delete