বাংলা অ্যাসাইনমেন্ট - bangla assignment class 9

 পল্লিসাহিত্য

পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করা হলোঃ

১. ছড়া 

২.খনার বচন 

৩.উপকথা 

৪.নৃতত্ত্ব 

৫.পল্লি গান 

খনার বচন 

নিচে খনার বচন সম্পর্কে দশটি বাক্য লেখা হলোঃ

১.পল্লিসাহিত্যের  একটি গুরুত্বপূর্ণ উপাদান খনার বচন। 

২.ছন্দবদ্ধরীতিতে যে শুভ-অশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তি খনা করে গিয়েছেন তা-ই হচ্ছে ‘খনার বচন’।

৩.প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী হলেন খনা। 

৪. বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো অষ্টম  থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ে রচিত বলে ধারণা করা হয়। 

৫. খনার বচন এর মাধ্যমে জানা যায় কৃষিকাজের প্রথা ও কুসংস্কার,

জ্যোতির্বিজ্ঞান,

আবহাওয়া জ্ঞান,

শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ ইত্যাদি। 

৬.বাংলা, ওড়িয়া ও অসমিয়া ভাষায় খনার বচনের খ্যাতি দেখা যায়। 

৭.খনার বেশিরভাগ বচনই  কৃষিকাজ সংক্রান্ত দিককে নির্দেশ করে থাকে। 

৮.আধুনিকায়নের এই যুগে এসেও কৃষির বহু ক্ষেত্রে খনার বচন এখনও অচল হয়নি। ৯.খনার বচনে আবহাওয়া,  জ্যোতিষ, ঋতুভেদে শস্যের ক্ষয়ক্ষতি ও ফলন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে, তার অনেকগুলিই বৈজ্ঞানিক সত্যের খুব কাছাকাছি। 

১০.আবহমান কাল ধরে বাংলার কৃষিক্ষেত্র ও কৃষকদের এক প্রকৃত দিকনির্দেশক হয়ে খনা পথ দেখিয়ে যাচ্ছেন তার কালজয়ী বচনের মধ্য দিয়ে। 

পল্লিগান 

নিচে পল্লিগান সম্পর্কে দশটি বাক্য লেখা হলোঃ

১.পল্লিসাহিত্য সম্পদের মধ্যে পল্লিগান  অমূল্য রত্ন বিশেষ। 

২.এ গানগুলোর মধ্যে রয়েছে জারি, ভাটিয়ালি, রাখালি, মারফতি ইত্যাদি। 

৩. এই গানগুলো পল্লির সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা প্রকাশ করে। 

৪.গ্রামবাংলার মানুষের ধ্যান-ধারণা, ভাব,কল্পনা ও অনুভূতির সঙ্গে এই গানগুলো জড়িয়ে রয়েছে। 

৫.ভাটিয়ালী বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান।

৬.ইসলামের ইতিহাস ভিত্তিক ঐতিহ্যবাহী নাট্যধারার সর্বাধিক জনপ্রিয় পরিবেশনারীতি হচ্ছে জারিগান।

৭.মারফতি গান হলো আত্ম তত্ত্বের উপলব্ধি দ্বারা খোদার আনন্দময় সত্তার অনুভূতি লাভ করার জন্য সাধক ও ফকিররা যে গান গুলো গায়।

৮.নৌকার মাঝি, কর্মজীবী ও শ্রমিকরা দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে কাজের তালে তালে শ্রম লাঘব করার জন্য যে গান গেয়ে  থাকে তা হলো সারি গান।

৯.ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুরের এক প্রকার পল্লীগীতি।

১০.এইসব পল্লিগানগুলো সংগ্রহ ও সংরক্ষণের জন্য  আমাদের উদ্যোগী হতে হবে। 



Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড( ASCII Code) আইসিটি এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণি

Cu2+ আয়ন শনাক্তকরণ

ত্রিভুজ ABC এর কোণ A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল কোনো রেখাংশ AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BD:DC=BE:CF.