বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট class 7 4th weeka

 ১. একটি দেশের প্রকৃত উন্নয়নের  জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে  জন্মগ্রহণ করে না  সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে।এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে । রাষ্ট্র বিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে। যথাঃ বুদ্ধি, আত্মসংযম, বিবেক-বিচার। 

একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয়  আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হলোঃ

১.বুদ্ধিমান হতে হবে 

২.আত্মসংযমী হতে হবে 

৩.বিবেক-বিচার সম্পন্ন হতে হবে 

৪.রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে 

৫.রাষ্ট্রের সকল আইন মেনে চলতে হবে 

৬.দেশের একজন নাগরিক হিসেবে যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে

৭.দেশের নাগরিক হিসেবে রাষ্ট্র যে কর আমার উপর ধার্য করেছে তা নিয়মিত পরিশোধ করতে হবে 

৮.আমার উপর অর্পিত সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে 

৯.সন্তানদেরকে যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

১০.রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের সেবা করতে হবে ইত্যাদি। 


২.

নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়। কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। এলক্ষ্যে  নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকরা কি ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয়। একেই বলা হয় নির্বাচনী আচরণবিধি। 

আমার এলাকায় নির্বাচনের সময় যেসব আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করা হলোঃ

১.মনোনয়নপত্র জমা দেয়ার সময় সমাবেশ বা মিছিল করা হয় না

২.দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো হয় না 

৩.কোন রাস্তায় বা সড়কে জনসভা করা হয় না

৪.রশিতে পোস্টার বা প্লাকার্ড ঝোলানো হয়

৫.প্রচারের জন্য কোন গেট তৈরি বা আলোকসজ্জা করা হয় না 

৬.মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা হয় না 

৭.নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন  করা হয় না ইত্যাদি। 


Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড( ASCII Code) আইসিটি এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণি

Cu2+ আয়ন শনাক্তকরণ

ত্রিভুজ ABC এর কোণ A এর সমদ্বিখণ্ডক BC কে D বিন্দুতে ছেদ করে। BC এর সমান্তরাল কোনো রেখাংশ AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BD:DC=BE:CF.