পল্লিসাহিত্য পল্লিসাহিত্যের ৫টি উপাদানের নাম উল্লেখ করা হলোঃ ১. ছড়া ২.খনার বচন ৩.উপকথা ৪.নৃতত্ত্ব ৫.পল্লি গান খনার বচন নিচে খনার বচন সম্পর্কে দশটি বাক্য লেখা হলোঃ ১.পল্লিসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান খনার বচন। ২.ছন্দবদ্ধরীতিতে যে শুভ-অশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তি খনা করে গিয়েছেন তা-ই হচ্ছে ‘খনার বচন’। ৩.প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী হলেন খনা। ৪. বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ে রচিত বলে ধারণা করা হয়। ৫. খনার বচন এর মাধ্যমে জানা যায় কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ ইত্যাদি। ৬.বাংলা, ওড়িয়া ও অসমিয়া ভাষায় খনার বচনের খ্যাতি দেখা যায়। ৭.খনার বেশিরভাগ বচনই কৃষিকাজ সংক্রান্ত দিককে নির্দেশ করে থাকে। ৮.আধুনিকায়নের এই যুগে এসেও কৃষির বহু ক্ষেত্রে খনার বচন এখনও অচল হয়নি। ৯.খনার বচনে আবহাওয়া, জ্যোতিষ, ঋতুভেদে শস্যের ক্ষয়ক্...